বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বরং এতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। সিলেটে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি বারবার ধর্মীয় দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছে। কিন্তু জনগণের ঐক্যের কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমরা কেবল আল্লাহর কাছে মাথা নত করেছি, কোনো অপশক্তির কাছে নয়। তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতন হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে জামায়াত আমির আরও বলেন, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। এজন্য সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি সাম্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে গত ১৬ বছরে তারা নিজেদের বর্বর শক্তি হিসেবে প্রমাণ করেছে। তিনি আরও যোগ করেন, জনগণ তাদের চায় কিনা, তা শহীদ পরিবারের কাছে জিজ্ঞেস করলেই স্পষ্ট হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন: মাওলানা হাবিবুর রহমান (সিলেট জেলা আমির), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সহকারী সেক্রেটারি জেনারেল), সেলিম উদ্দিন (ঢাকা উত্তর জামায়াত আমির), ফখরুল ইসলাম (সিলেট মহানগর আমির), অধ্যাপক ফজলুর রহমান (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য)