বাংলাদেশের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে সরকার আশাবাদী। তিনি বলেন, আমরা মনে করি, ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে ভারত তাকে (শেখ হাসিনাকে) যথাসময়ে ফেরত দেবে।
আসিফ মাহমুদ আরও জানান, ভারতীয় পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক সফরের সময় এই বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে যাচ্ছেন, যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের কাছে এ বিষয়টি তুলে ধরে বাংলাদেশ বলেছে, তিনি একজন ফ্যাসিস্ট এবং গণহত্যার জন্য দায়ী ব্যক্তি, যার এই মুহূর্তে কারাগারে থাকার কথা। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া যথাযথভাবে জানানো হয়েছে।
উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে ভারতকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে ভারত সরকার এসব বক্তব্য প্রচারে বাধা দেবে এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।