Search
Close this search box.

সোমবার- ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের পরমাণু শক্তি সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী সরকার

বাংলাদেশের পরমাণু শক্তি সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী সরকার
যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশন রসাটমের মহাপরিচাক -ছবিঃ সংগৃহীত

শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদনে আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি করপোরেশন রসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অধ্যাপক ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (RNPP) বর্তমান অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রসাটম-এর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, বাংলাদেশের জনগণের যেকোনো সিদ্ধান্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা এই প্রকল্পে সর্বোচ্চ মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, রূপপুর প্রকল্পের টেস্ট রান ইতোমধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

বৈঠকে দুই পক্ষ আন্তঃসরকারি ঋণ চুক্তি (IGCA) সংশোধনের বিষয়ে আলোচনা করেন, যেখানে ২০২৬ সালের শেষ পর্যন্ত ঋণের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। উভয় পক্ষ শিগগিরই IGCA-এর প্রটোকল নম্বর ২ স্বাক্ষর করতে সম্মত হয়েছে।

আলোচনায় আরও গুরুত্ব পায় প্রযুক্তি স্থানান্তর, নিরাপত্তা প্রটোকল এবং প্রকল্পে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের প্রশিক্ষণ। রসাটমের তরফ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মান বজায় রেখেই প্রকল্পটি সম্পন্ন করা হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোকাব্বির হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী। রাশিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, রাশিয়ার পরমাণু নিরাপত্তা সংস্থার ডেপুটি চেয়ারম্যান আলেক্সি ফেরোপোন্তভ, রসাটমের প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল আন্দ্রেই পেত্রভ, রূপপুর প্রকল্পের পরিচালক ও ASE JSC-এর সহ-সভাপতি আলেক্সি ডেরি।

মহাপরিচালক লিখাচেভ বর্তমানে এক দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের এপ্রিলে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়