বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক দৃঢ় এবং অবনতি হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির প্রশ্ন করেন— গণ-অভ্যুত্থানের পর থেকে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়েছে কি না? এর জবাবে ড. ইউনূস স্পষ্টভাবে জানান, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অটুট রয়েছে এবং তা ভবিষ্যতেও বজায় থাকবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গভীর। আমরা একে অপরের ওপর নির্ভরশীল, তাই সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ নেই।
তবে প্রধান উপদেষ্টা কিছু বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেন। তিনি জানান, সম্পর্কের মধ্যে মাঝে মাঝে কিছু মেঘ দেখা দেয়, যা সাধারণত অপপ্রচারের কারণে ঘটে। তবে এটি মূল সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি, আমরা ইতোমধ্যেই এসব বিভ্রান্তি কাটিয়ে উঠতে কাজ করছি।
ভারতীয় সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, আমাদের প্রতিনিধি দল ভারত সফর করছে এবং ভারতীয় প্রতিনিধিরাও বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার প্রথম আলোচনাও ইতিবাচক হয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ এবং স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশাবাদী যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।