Search
Close this search box.

মঙ্গলবার- ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির সঙ্গে জামায়াতের সু-সম্পর্ক রয়েছে: নায়েবে আমির ডা. তাহের

বিএনপির সঙ্গে জামায়াতের সু-সম্পর্ক রয়েছে
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতের মধ্যে কোনো দূরত্ব নেই বরং উভয়ের মধ্যে সু-সম্পর্ক বিদ্যমান। শনিবার (১১ জানুয়ারি) শাহরাস্তির ঐতিহ্যবাহী কালিবাড়ি মাঠ এবং হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৃথক কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, আগামী দিনের রাজনীতি ইতিবাচক হবে বলে আমরা আশা করছি। বিএনপি যে ঐক্যের কথা বলেছে এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বলে জানিয়েছে, তা সঠিক। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।

নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “পিআর পদ্ধতি বর্তমান নির্বাচনী ব্যবস্থার তুলনায় অনেক বেশি কার্যকর। বিশ্বের ৬২টিরও বেশি দেশে এই পদ্ধতি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে ভোটের ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, যা আরও ন্যায্য।

তিনি আরও বলেন, বর্তমান ব্যবস্থায় অল্প ভোটের ব্যবধানে হারার কারণে অনেক মানুষের মতামত মূল্যহীন হয়ে পড়ে। পিআর পদ্ধতিতে সেই অসমতা দূর হবে।

ডা. তাহের সরকারকে উদ্দেশ্য করে বলেন, ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না। ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা সরকারের পদত্যাগ চেয়েছিলাম এবং আল্লাহর ইচ্ছায় তারা বিদায় নেবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়