Search
Close this search box.

বৃহস্পতিবার- ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস |
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস | ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে আজ বিকেলে বাংলাদেশে আসছেন। তাঁর এই সফরে বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি সূত্র অনুযায়ী, গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) আজ বিকেল ৫:০০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। এরপর তিনি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাত্রা করবেন।

শুক্রবার সকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুর প্রধান উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। পরে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক এবং মানবিক সংকট নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা পরিদর্শন করবেন এবং তাঁদের সমস্যার সমাধানে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। তিনি ক্যাম্পের বিভিন্ন সুবিধাসমূহ যেমন ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, এবং মাল্টি-পারপাস সার্ভিস সেন্টার পরিদর্শন করবেন। সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

শনিবার ঢাকায় জাতিসংঘ ভবন পরিদর্শন করবেন মহাসচিব। সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন এবং একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। এছাড়া তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

রোববার সকালে তিনি এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ সফরকালে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য ও কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়