হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা ভারতের শাসকগোষ্ঠীকে তাদের "ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি" পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তারা দাবি করেছেন, ভারতের উগ্র নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর জনগণের ওপর প্রভাব পড়ছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ কথা বলেন।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের সামভালে একটি ঐতিহাসিক মসজিদ দখলের প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতের নেতারা। তারা বলেছেন, "উত্তর প্রদেশে কয়েক শতাব্দী পুরোনো একটি ঐতিহাসিক মসজিদের জমি দখলের ষড়যন্ত্র উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিম বিদ্বেষের চূড়ান্ত উদাহরণ।" বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানান।
হেফাজতের নেতারা বলেছেন, "ভারত যদি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়, তবে তাদের মুসলিম বিদ্বেষমূলক আচরণ বন্ধ করতে হবে। বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িকতার পক্ষে। ভারতের শাসকগোষ্ঠীর এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে।" তারা আরো বলেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন-পীড়ন বন্ধ না করলে এটি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।