
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব। রাতের শেষ ভাগে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য বাহিনীর সদস্যদের সদা তৎপর থাকতে হবে। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিভিন্ন স্থানে টহল বাড়ানো হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট সক্রিয় রয়েছে এবং যৌথবাহিনীর অভিযান যথাযথভাবে চলছে।
সকালে উপদেষ্টা তার বারিধারাস্থ বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। এরপর দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় যান এবং সেখান থেকে ধানমন্ডি ২৭, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী, বনানী হয়ে বারিধারায় ফেরেন।
প্রতিটি থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা। এ সময় তিনি কর্তব্যরত অফিসার ও বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া, মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি উল্লেখ করেন, ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখালে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এ সময়টাকে অপরাধীরা সুযোগ হিসেবে নিতে পারে, তাই বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।