দেশের ১০টি জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এই জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ এবং মৌলভীবাজার। আগামী ২৪ ঘণ্টায় এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃতি বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও এর আশপাশের এলাকায় রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
তাপমাত্রা পরিবর্তন: রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার (১১ জানুয়ারি) এবং রোববার (১২ জানুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকা জেলার সংখ্যা অপরিবর্তিত থাকতে পারে।