Search
Close this search box.

সোমবার- ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ছবি: দর্শক২৪

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেছেন। দিনটি দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

সকাল ৮টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে উপস্থিত হয়ে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতি বলেন, “মুক্তিযুদ্ধের বীর সেনানীরা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতির জন্য অনন্ত প্রেরণা।”

রাষ্ট্রপতির পর সকাল সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। তিনিও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন। মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “তাঁদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তাঁদের স্মৃতির প্রতি আমরা চিরঋণী।”

এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা একে একে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করবেন।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতেও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়