Search
Close this search box.

বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

এছাড়া, স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা শহীদদের অবদান স্মরণ করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে অনুষ্ঠানের সার্বিক পরিবেশ সুষ্ঠু থাকে।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়