Search
Close this search box.

বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হাইকোর্টের রায়ে ১৭ বছরের দণ্ড থেকে মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর

হাইকোর্টের রায়ে ১৭ বছরের দণ্ড থেকে মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর
ছবিঃ সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অবৈধ অস্ত্র মামলায় দেওয়া ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৭ মার্চ) এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ২৮ মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাবরের গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর ৩ জুন গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে আদালত বাবরকে দোষী সাব্যস্ত করে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ১৭ বছরের কারাদণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে খালাস দেন।

প্রায় ১৭ বছর কারাগারে থাকার পর বিভিন্ন মামলায় খালাস ও জামিন পাওয়ার পর চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এ রায়ের পর বিএনপি নেতারা একে “বিচারিক প্রক্রিয়ার বিজয়” হিসেবে দেখছেন, অন্যদিকে সরকারপক্ষ বলছে, তারা আপিল বিভাগে যাওয়ার চিন্তা করছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়