Search
Close this search box.

বুধবার- ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪৩তম বিসিএস: ২৬৭ জন কর্মকর্তার পদায়ন

৪৩তম বিসিএস কর্মকর্তার পদায়ন
ছবিঃ সংগৃহীত

৪৩তম বিসিএস পরীক্ষার ভিত্তিতে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুক্রবার (১০ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। উপ-সচিব শহিদুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের বিভাগীয় কমিশনারের অধীনে শিক্ষানবিশ সহকারী কমিশনার পদে ন্যস্ত করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের পর তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়