Search
Close this search box.

শনিবার- ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৬০ হাজার শূন্য পদে নিয়োগ কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে

স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়োগ
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে শূন্য থাকা প্রায় ৬০ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হতে যাচ্ছে। এই বিষয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিপুল শূন্য পদ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই পদগুলো পূরণের কার্যক্রম শুরু করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, সরকারের বিভিন্ন দপ্তরে অনুমোদিত শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১টি। এই বিশাল সংখ্যক শূন্যপদের বিপরীতে সরকার নিয়োগ প্রক্রিয়া জোরদার করার উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ থেকে বোঝা যায়, সরকার তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে অগ্রগামী।

বিশেষজ্ঞদের মতে, শূন্যপদ পূরণের মাধ্যমে একদিকে সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধি পাবে, অন্যদিকে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এর ফলে জাতীয় উন্নয়নের গতিও তরান্বিত হবে।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়