
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে শেষ হবে। সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।
আজ (বুধবার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রী হতে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এতে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর থেকে নিয়মিতভাবে তথ্য প্রচার করা হবে। হজযাত্রার জন্য নির্ধারিত শর্ত, খরচ ও আনুষঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পর্যায়ক্রমে জানানো হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক।
নিউজটি পড়েছেন : ১৭৮





















