মঙ্গলবার- ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশ আহত

adabor-kishor-gang-hamla-police
ছবি: সংগৃহীত

সোমবার রাত ১১টার দিকে রাজধানীর আদাবরে সুনিবিড় হাউজিং এলাকায় কিশোর গ্যাংয়ের ধারাল অস্ত্রের হামলায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

রাজধানীর আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে কনস্টেবল আল-আমিন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর আদাবরে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। ‎‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের অভিযানের সময় কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে কনস্টেবল আল-আমিনকে কুপিয়ে জখম করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রাতের বেলায় ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গাড়ির কাছে থাকা কনস্টেবল আল-আমিনের ওপর এক পক্ষ হামলা চালায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়