বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ পরাজিত, তাই এই ধরনের কর্মকাণ্ড করছে: আমীর খসরু

akhtar-hosen-dim-hamla
ছবি সংগৃহীত

বুধবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ইন্টার্ন সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিদেশে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপসহ ঘটনা বিএনপির জন্য বড় কিছু নয়, এটি শুধুই রাজনৈতিক উত্তেজনার অংশ।

নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এগুলোতে কিছু আসে-যায় না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন এ ধরনের কাজ ছাড়া আর কী করবে।” বুধবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

ডিম নিক্ষেপের ঘটনাটি ২২ সেপ্টেম্বর ঘটে, যখন আখতার হোসেনসহ বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। হামলার পেছনে আওয়ামী লীগের সমর্থকদের থাকার আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, গণতান্ত্রিক দেশে এমন ঘটনা ঘটতে পারে, বড় কোনো বিষয় নয়। একই অনুষ্ঠানে আমীর খসরু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে ভবিষ্যতে ইউনিভার্সিটিতে রূপান্তর ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়