বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারজিস আলমের বার্তা: টোকাই মিছিল দিয়ে রাজনীতি করা হবে না

awami-league-tokai-michil-allegation
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শনিবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। সেই টাকা ফেরত পাঠিয়ে তারা মাঝে মাঝে সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল আয়োজন করছে।

সারজিস আলম আরও বলেন, আওয়ামী লীগের নাকি ২০–৩০ শতাংশ লোক আছে, কিন্তু বাস্তবে এমন কোনো লোক নেই। বিভিন্ন সময়ে তারা ভাড়া করা লোক দিয়ে প্রোগ্রাম সাজিয়েছে। যদি এতজন সমর্থক থাকত, তাহলে জুলাই–আগস্টে যখন ছাত্র ও সাধারণ মানুষ রাজপথে নেমেছিল, তখন তারা কোথায় ছিল? এখন বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে টোকাই মিছিল করে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। বাংলাদেশিরা বোঝে কোনটা প্রকৃত রাজনৈতিক কর্মসূচি আর কোনটা সাজানো।

শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশনের কাছে যৌক্তিক বা আইনগত কোনো কারণ নেই। তাই আমরা মনে করি, তারা কোনো না কোনো চাপে প্রতীক দিচ্ছে না। কোনো আইনগত বাধা না থাকায় এনসিপি শাপলা প্রতীক পাওয়ার যোগ্য।

তিনি যোগ করেন, আমরা কয়েক মাস আগে নিবন্ধনের আবেদন করেছিলাম। তারপরও নতুন করে আবেদন করেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন স্বাধীনতা ও পেশাদারিত্ব দেখাবে এবং শাপলা প্রতীক এনসিপির দখলে আসবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়