
৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
কাস্টমস ও গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে সিগারেটসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
আটক যাত্রীরা হলেন রাউজানের দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ থেকে এসব পণ্য জব্দ করে।
জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানবন্দরের কাস্টমস হলে বিমানবন্দর কাস্টমস, বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৮ লাখ ৭৬ হাজার টাকার ৫৩৬ কার্টন সিগারেট ও ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্টফোন পাওয়া গেছে।
মোহাম্মদ সেলিমের ব্যাগেজ থেকে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল, আর দিলিপ দাশের ব্যাগেজ থেকে ২৭০ কার্টন সিগারেট ও ৪টি স্মার্টফোন পাওয়া গেছে। ডিএম মূলে যাত্রীদের আটক করা হয় এবং পরে মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।