
বাংলাদেশের মৎস্য ও কৃষি খাতের উন্নয়নকে গুরুত্ব দিয়ে এফএও মহাপরিচালক কু ডংউই অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও এ বিষয়ে সংস্থার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মহাপরিচালক কু ডংউই বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ খাত ও কৃষিপণ্য, বিশেষ করে ফল রপ্তানি খাতের উন্নয়নে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রোমে এফএও সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে এফএওর দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংস্থার সহায়তা চেয়ে বলেন, গভীর সমুদ্র মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানি সম্প্রসারণ এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা জোরদার করা জরুরি।
বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা রোমে বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন।