বাংলাদেশের শ্রম আইন সংস্কার ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বৈঠকে শ্রম অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দলের সদস্য ব্রেন্ডান লিঞ্চ ও ইমিলি অ্যাসবি বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে শ্রম আইন ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ, শ্রম অধিকারে যুক্তরাষ্ট্রের ১১ দফা বাস্তবায়ন এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া শিশুশ্রম বন্ধে এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করা হবে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং ব্ল্যাকলিস্টিং নিষিদ্ধকরণও এই আইন সংশোধনের অংশ।
বৈঠকে দুই পক্ষই শ্রম খাতে পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও শ্রম সংস্কারের প্রশংসা করেছেন।
সূত্রঃ বাসস