আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, উদার গণতন্ত্রই দেশে শান্তি, কর্মসংস্থান ও উন্নয়নের পথ সুগম করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিই বাংলাদেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক-অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারে। সোমবার সকালে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। ড. মঈন খান বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বিনিয়োগ, কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধির জন্য শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য।
এ সময় ডেনিশ রাষ্ট্রদূত জানান, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার–টেকনাফ উপকূলীয় এলাকায় অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তি খাতে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগে ডেনমার্ক আগ্রহী। এছাড়া উভয় পক্ষ সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধার, সংসদীয় কাঠামোতে উচ্চকক্ষ ও অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়েও মতবিনিময় করেন।
সূত্রঃ বাসস