বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাল নয়,এখনই নির্বাচনের পথে বিএনপি: ফখরুলের বক্তব্য

bnp-nirbachoner-lorai
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কারও জন্য অপেক্ষার কোনো কারণ নেই। কালও নয়, এখন নির্বাচনের পথে উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন করতে হবে,শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন।

ফখরুল বলেন, কিছু মানুষ বিএনপিকে সংস্কারের পক্ষে নয় বলে প্রচারণা চালাচ্ছে, তবে বাস্তবে বিএনপি সংস্কারের জন্মদাতা। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল।

তিনি জনগণকে সতর্ক করে বলেন, “মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। ধানের শীষে ভোট দেবে জনগণ।” ফখরুল আরও বলেন, কেউ নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করতে চাচ্ছে, কিন্তু বিএনপি ১৫ বছর ধরে এই নির্বাচনের জন্য লড়াই করেছে। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবে, তবে বর্তমানে দেশ পরিচালনা করছে আমলারা।

তিনি যোগ করেন, বিএনপি চান সরকারের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হোক। কিছু উপদেষ্টা বিশেষ কোনো দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ আসছে। জনগণ এমন কোনো পক্ষপাতিত্ব চাইছে না।

এছাড়া, ফখরুল ভারতের হস্তক্ষেপ ও সীমান্ত হত্যার বিষয়েও সতর্কবার্তা দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, তবে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ কাম্য নয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়