বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যে, দল যাকে মনোনয়ন দেবে, আগামী জাতীয় নির্বাচনে সবাই সেই একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
শনিবার (১১ অক্টোবর) রাতের দিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা নেতাদের সঙ্গে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বগুড়ার সাতটি আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পাঁচজন এবং জেলা বিএনপির সিনিয়র নেতারা।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, ডা. শাহজাহান আলী সহ অন্যান্য নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে বগুড়ার অন্য দুই আসনের সম্ভাব্য প্রার্থীর সঙ্গে তারেক রহমান আলাদাভাবে আলোচনা করেছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বৈঠক প্রসঙ্গে বলেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব সম্ভাব্য প্রার্থী এবং সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন।
বৈঠকে উপস্থিত নেতারা তারেক রহমানের নির্দেশনা মেনে অঙ্গীকার করেন, ইনশাআল্লাহ, মার্কা যার হাতে, আমরা তার পাশে থাকব।