আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পর্যবেক্ষকদের স্বচ্ছ ও পক্ষপাতমুক্ত রিপোর্টই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য উপহার দেওয়া। এজন্য অতীতের ভুল নিয়ে শুরু না করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা অনিয়ম তুলে ধরবেন, কিন্তু কোনোভাবেই রাজনীতিতে জড়াবেন না।”
ইসির আরেক কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন যে ভোটারদের উপস্থিতিও হবে উল্লেখযোগ্য। তিনি আরও জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে; কোনো পক্ষপাতমূলক আচরণ ভবিষ্যতে সংস্থাগুলোর অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।