চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিতে আসা সালমান রহমান সাকিব ও তার সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। মনোনয়নপত্র নেওয়ার সময় সমর্থকরা ভেতরে স্লোগান দেন, যা নিয়ম অনুযায়ী নিষিদ্ধ।
দর্শন বিভাগের শিক্ষার্থী সালমান রহমান সাকিব মঙ্গলবার দুপুর ১টার পরে কার্যনির্বাহী সদস্যপদের মনোনয়নপত্র নেন। তিনি ৮-১০ জন সমর্থক নিয়ে ভবনে প্রবেশ করেন। মনোনয়নপত্র নেওয়ার পর সমর্থকরা তার নাম ধরে ‘আমার ভাই, তোমার ভাই’, ‘সালমান ভাই’ স্লোগান দেন।
চাকসুর নির্বাচনী আচরণবিধি–২ এর নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র নেওয়ার সময় পাঁচজনের বেশি সমর্থক এবং কোনো প্রকার মিছিল বা স্লোগান দেওয়া নিষিদ্ধ। বিষয়টি নিয়ে সালমান রহমান জানিয়েছেন, প্রথমে তিনি সমর্থকদের স্লোগান না দেওয়ার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু পরে কিছু জুনিয়র সদস্য তা অমান্য করে। তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে এমন হবে না।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।