ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে ২৮ সেপ্টেম্বর ইসি সুশীল সমাজ ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) সুশীল সমাজ ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসছে। কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য ৩২ জন সুশীল সমাজের প্রতিনিধি ও ৩৩ জন শিক্ষাবিদকে চিঠি দেওয়া হয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সংলাপ সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত সুশীল সমাজের সঙ্গে এবং বিকেল ২:৩০ থেকে ৪:০০ পর্যন্ত শিক্ষাবিদের সঙ্গে অনুষ্ঠিত হবে আগারগাঁও নির্বাচন ভবনে।
এর আগে ইসি সচিব জানিয়েছেন, সংলাপটি নির্বাচনের প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করতে আয়োজন করা হয়েছে। সংলাপে শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
ইসি আশা করছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া সংলাপ এক থেকে দেড় মাসের মধ্যে সম্পন্ন হবে, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকরী প্রস্তুতিতে সহায়ক হবে।
সূত্রঃ বাসস