বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা আজ শহীদ মিনারে

forida-parvin-shesh-sroddha
ছবি সংগৃহীত

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন লালনগীতি সম্রাজ্ঞী ফরিদা পারভীন। রোববার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, এরপর কুষ্টিয়ায় হবে দাফন।

কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাঁর মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কুষ্টিয়ায় মা–বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম। তিনি জানান, রাজধানীতে শ্রদ্ধা ও জানাজার পর মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়। ছেলে ইমাম নিমেরি উপল বলেন, মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়াতেই দাফন সম্পন্ন হবে। মেয়ে জিহান ফারিয়া জানান, মা মর্যাদা নিয়ে পৃথিবী ছেড়ে গেছেন এবং কুষ্টিয়ায় চিরশায়িত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।

ফরিদা পারভীন কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ নানা সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। লাইফ সাপোর্টে রাখার পরও আর ফেরা হয়নি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়