আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেছে এবং ঘনিষ্ঠতা বাড়িয়েছে। আগস্টের শুরুতে চট্টগ্রামে অনুষ্ঠিত পূর্ব বৈঠকেও একই ধারা দেখা গেছে।
রাজনৈতিক সূত্র বলছে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামপন্থী দল নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে। এসব দলের মধ্যে অন্তত চারটি হেফাজত-সংশ্লিষ্ট। হেফাজতের শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
হেফাজতের আমির বাবুনগরী জামায়াত ও মওদুদীর মতাদর্শের বিরোধিতা করে আসছেন এবং সতর্ক করেছেন, এমন কোনো দলের সঙ্গে নির্বাচনী জোট করা যাবে না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে পূর্বসূরি আলেমরা সতর্ক করেছেন।
তবে বাবুনগরীর মন্তব্য নিয়ে হেফাজতের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া আছে। পর্যবেক্ষকরা মনে করছেন, হেফাজতের ‘ভোট ব্যাংক’কে কেন্দ্র করে বিএনপি সম্পর্ক ঘনিষ্ঠ করছে, যা ভবিষ্যতে সংগঠনের অবস্থান আরও জটিল করে তুলতে পারে।