জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতসহ কয়েকটি দাবিতে ইসলামী দলগুলো গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানী ও সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।
সরকার এখনও কোনো ইতিবাচক সাড়া না দেওয়ায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা। তারা আশা করছেন, চলতি মাসের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের কোনো সাড়া আসবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, আমরা বিশ্বাস করি রাজপথের আন্দোলনের মধ্যেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়িত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ হুঁশিয়ারি দিয়েছেন, চলতি মাসে দাবি পূরণ না হলে নভেম্বরের মধ্যে বড় পরিসরে কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি জানান, সরকারের উদাসীনতার কারণে রাজপথে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার জানান, আন্দোলনের মধ্যেও সরকারের জন্য আলোচনার সুযোগ খোলা থাকবে। তবে সরকার উদাসীন থাকলে রাজনৈতিক মিত্রদের নিয়ে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে।