বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তাদের দাবি, প্রশাসন ও কমিশন নিরপেক্ষতা হারিয়েছে এবং এক বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণকে ঘিরে ছাত্রদল, ছাত্রশিবির ও স্বতন্ত্র প্রার্থীরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব দাবি করেন, ভোটারসংখ্যার তুলনায় অতিরিক্ত ব্যালট আনা হয়েছে এবং তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রশিবিরকে সুবিধা দিচ্ছে এবং তাদের সাবেক নেতারা ক্যাম্পাসে প্রভাব বিস্তার করছেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, হলে হলে ভোটগ্রহণে বৈষম্য রয়েছে এবং প্রশাসন একটি বিশেষ দলকে ফেভার করছে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ কেন্দ্রে পর্যাপ্ত কর্মকর্তা, সিসিটিভি ও এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে অনিয়মের সুযোগ নেই। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।