শনিবার- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াত নেতা শিশির মনিরের বক্তব্যে ইমানহানির অভিযোগ বাবুনগরীর

jamaatbirodhi-hefazat-amir-babunagari-boktobbo
ছবি সংগৃহীত

জামায়াত নেতা শিশির মনির পূজা ও রোজাকে এক আখ্যায়িত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজত আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম টিকে থাকবে না।

জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি শিশির মনিরের পূজা ও রোজাকে একই আখ্যায়িত করার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বাবুনগরী বলেন, মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম টিকবে না। জামায়াত নেতারা সাহাবাদের সত্যের মাপকাঠি মানে না এবং ইসলামী পর্দা প্রথাকে অস্বীকার করে। শিশির মনির পূজা ও রোজাকে একই আখ্যায়িত করায় তিনি ইমানহারা হয়েছেন বলেও মন্তব্য করেন হেফাজত আমির।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। বাবুনগরীর ভাষায়, “যারা পূজা আর রোজাকে একই বলে, তারা ইসলামের বাইরে অবস্থান করছে। কুফরি প্রতিষ্ঠা ঠেকাতে জামায়াতকে প্রত্যাখ্যান করতে হবে।”

সম্মেলনে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দসহ দেশি-বিদেশি ইসলামি আলেমরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়