
জামায়াতে ইসলামী আমিরের মতে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। তাই জাতিকে বিভাজনের পথে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে শানে দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে।
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি জাতিকে বিভাজনের পক্ষে নয়। শনিবার সকালেও আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ বক্তব্য দেন।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ রয়েছে। সমাজের নেতৃত্বে আল্লাহভীরু মানুষ থাকলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরও বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির জন্য যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। তাই স্বাধীনতার বহু বছর পরও মানবিক সমাজ গঠন করা যায়নি।
তিনি সতর্ক করে বলেন, জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে ওলামায়েদের পথ অনুসরণ জরুরি। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির কল্যাণে কাজে লাগানো প্রতিটি শিক্ষিত মুসলিমের দায়িত্ব। সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন।