সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতের পিআর আন্দোলন ‘রাজনৈতিক প্রতারণা’ — নাহিদ ইসলাম

jamayat-pr-andolon-rajnaitik-protarona
ছবি: সংগৃহীত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী যে আন্দোলন চালিয়েছে, তা ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণারবিবার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনিমন্তব্য করেন

নাহিদ ইসলাম জানান, এই আন্দোলন মূলত গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে নজর সরানোর জন্য সংগঠিত হয়েছিল। তিনি বলেন, জামায়াত ও তাদের মিত্ররা ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে পাশ কাটিয়ে নিজেদের স্বার্থে পিআর আন্দোলনকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, সংবিধানের একটি সুরক্ষা হিসেবে উচ্চকক্ষে পিআর ছিল মৌলিক সংস্কারের অন্যতম দাবি। নাহিদ ইসলাম দাবি করেন, সরকারের সঙ্গে আন্দোলন গড়ে তুলার মূল উদ্দেশ্যও এই ছিল। তবে জামায়াত কখনো সংস্কার আলোচনা বা কার্যকর প্রস্তাবে অংশ নেয়নি, বরং এটি একটি রাজনৈতিক নাশকতার অংশ ছিল।

শেষে নাহিদ ইসলাম বলেন, আজ বাংলাদেশের জনগণ এ প্রতারণা বুঝে ফেলেছে। তারা আর কখনো ভুয়া সংস্কারবাদী বা স্বার্থান্বেষী শক্তির দ্বারা প্রতারিত হবে না। সর্বশক্তিমান আল্লাহ ও দেশের জনগণ কখনো অসৎ ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে ক্ষমতায় বসাতে দেবেন না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়