
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবার প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিরাপত্তা জোরদারে সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা স্থাপনের পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হবে। নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য, পাঁচ লাখের বেশি আনসার ভিডিপি, ৩৩ হাজার বিজিবি ও ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
উপদেষ্টা জানান, প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। নির্বাচনী দায়িত্বে কোনো ধরনের পক্ষপাত বা আইন বহির্ভূত কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
সূত্রঃ বাসস





















