
রাজনৈতিক সমঝোতার পথ খোলা রেখে জুলাই সনদ ইস্যুতে এনসিপিকে অংশগ্রহণের সুযোগের বার্তা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সাভারে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের অবস্থান এই বিষয়ে নমনীয় থাকবে।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ না নিলেও পরবর্তীতে অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “জুলাই সনদ নিয়ে এনসিপির যে দাবি রয়েছে, সরকার তা বিবেচনা করবে। তাদের জন্য সুযোগ খোলা রয়েছে।” উপদেষ্টাদের সেইফ এক্সিট প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমার দেশে বাড়ি নেই, বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না।”
তিনি বলেন, কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। ১৫ মাস ধরে অব্যাহত পরিশ্রমের ফলে স্থিতিশীলতা ফিরেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরেরও আশ্বাস দেন তিনি।





















