
খুলনায় তানভির হাসান শুভ (২৮) নামে এক যুবককে জানালা দিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকায় যুবককে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তানভির হাসান শুভকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার ১লা অক্টোবর সকাল ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দৌলতপুর এলাকার আবুল বাশারের ছেলে মৃত তানভির হাসান শুভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শুভ তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলেন। ঘরের দরজা-জানালা ছিল বন্ধ।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একতলা ভবনের জানালার থাই গ্লাস খুলে ঘরের ভেতরে গুলি ছোড়ে। শুভের মাথায় দুটি ও বাম হাতে একটি গুলি লাগে।
আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি মো. রফিক ইসলাম জানালেন, হত্যাকাণ্ডটি ঘটে ঘরের জানালার থাই গ্লাস খুলে। দুর্বৃত্তরা টার্গেট করে গুলি ছোড়ে শুভকে লক্ষ্য করে।
তিনি বলেন, শুভ বর্তমানে কর্মহীন ছিলেন। কিছুদিন আগেও ঢাকায় চাকরি করতেন। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেই এখন পর্যন্ত জানা গেছে।
ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। খুব শিগগিরই দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





















