দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এনসিপি কেন্দ্রীয় পর্যায়ের ১০ নেতাকে নতুন দায়িত্ব দিয়েছে। এক মাসের মধ্যে মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনেরও নির্দেশনা এসেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় কমিটির ১০ নেতাকে তাদের আগের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুরের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক এবং বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
নতুন সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী এক মাসের মধ্যে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করতে হবে। দলীয় সিদ্ধান্তে এ রদবদলকে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।