
শাপলা প্রতীক বিতর্কে ইসি সচিব আখতার আহমেদ জানালেন, বিকল্প প্রতীক না জানালে নির্বাচন কমিশন নিজ সিদ্ধান্তে বরাদ্দ দেবে। একই সঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই ও প্রবাসী ভোটার সংক্রান্ত প্রস্তুতি চলমান রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক তালিকায় না থাকার কারণে বরাদ্দ দেওয়া যায়নি। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে বিকল্প প্রতীক জানাতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে যদি দল বিকল্প প্রতীক না জানায়, কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ দেবে।
তিনি আরও জানান, ১২টি রাজনৈতিক দলের নিবন্ধনের তথ্য পুনঃযাচাই চলছে। কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে, যা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে। এছাড়া, স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ প্রবাসী ভোটার সংক্রান্ত প্রস্তুতিও চলমান প্রক্রিয়ায় রয়েছে।
আখতার আহমেদ বলেন, অংশীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। নির্বাচনের প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া, যা স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের জন্য পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।