
নির্বাচন কমিশন নতুন প্রজ্ঞাপনে ১১৫টি প্রতীক অনুমোদন দিয়েছে। এতে দাঁড়িপাল্লা ফিরে এলেও নৌকা প্রতীক স্থগিত রয়েছে, আর তালিকায় নেই শাপলা প্রতীক।
দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে ও নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন তালিকায় শাপলা প্রতীক রাখা হয়নি। বুধবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ সংশোধনী আনা হয়েছে। এর ফলে স্থগিত প্রতীক বাদে প্রকাশিত ১১৫টি প্রতীকের মধ্য থেকে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করা হবে।
তালিকায় অন্তর্ভুক্ত প্রতীকের মধ্যে রয়েছে আপেল, কোদাল, টেবিল ঘড়ি, ফ্রিজ, আনারস, ট্রাক, টেলিফোন, বাঘ, রকেট, বই, রিকশা, ঈগল, ধানের শীষ, বাইসাইকেল, কবুতর, হাত, কাস্তে, কম্পিউটার, মাছ, হাতি, ফুটবল, টিউবওয়েল, মোবাইল ফোনসহ নানা প্রতীক।
তবে আলোচিত নৌকা প্রতীক স্থগিত থাকছে এবং জনপ্রিয় শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। নির্বাচন কমিশনের এই নতুন প্রজ্ঞাপনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।