বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন নিরাপত্তায় অগ্রগতি: আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫% সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

নির্বাচন নিরাপত্তা প্রস্তুতি
ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি পুরোদমে চলছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অধিকাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং বাকি সদস্যদের প্রশিক্ষণও খুব দ্রুত সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটগ্রহণের আগেই সবাই পুরোপুরি প্রস্তুত থাকবেন।

তিনি আরও জানান, সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ মনিটরিং অ্যাপ তৈরি করছে বলেও জানান শফিকুল আলম। এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে ভোট চলাকালীন সহিংসতার ঘটনা তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয়ভাবে নজরদারিতে আনা সম্ভব হবে। প্রয়োজনে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা যাবে।

এ ছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন করা হবে। ঢাকায় থাকবে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ।

প্রেস সচিব আরও বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়