গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামীকাল সোমবার সকাল ৮টায় তার দেশ ছাড়ার কথা রয়েছে।
রবিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি জানান, সরকারের ব্যবস্থাপনা ও ব্যয়ে নুরের চিকিৎসা হবে সিঙ্গাপুরে। সেখানে কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে সেটিও সরকারের পক্ষ থেকেই নির্ধারিত হয়েছে।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫ সেপ্টেম্বর তিনি বাসায় ফেরেন।
নুর ঢামেকে চিকিৎসা নেওয়ার সময় তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। অবশেষে সরকারের উদ্যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।