বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে পৌঁছেছে জুলাই যোদ্ধা ওসমান হাদির মরদেহ, সংসদ ভবনে জানাজা বেলা ২টায়

ওসমান হাদির জানাজা
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৮৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করেন জুলাই বিপ্লবের সহযোদ্ধা, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহিদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না বলে জানানো হয়। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি হিমাগারে নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়।

এদিকে শহিদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আগে জানাজা বেলা আড়াইটায় হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ সকলকে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণ এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়