বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের আনুষ্ঠানিক বৈঠক

probana-purnima-shubhechha-unus
ছবিঃ প্রধান উপদেষ্টার ফেইসবুক

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। তারা ধর্মীয় অনুষ্ঠান ও বিহার পরিদর্শনের আমন্ত্রণও জানিয়েছেন।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববারের এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য তুলে ধরেন এবং প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান।

বৈঠকে বৌদ্ধ নেতারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি রাজধানীর উত্তরায় বৌদ্ধ ধর্মীয় শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আগে ঢাকায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য চট্টগ্রাম যেতে হতো, এখন শহরে একটি স্থায়ী জায়গা রয়েছে।

বৈঠকে কঠিন চীবর দান উদযাপনের প্রস্তুতি, সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ পন্ডিত ও ধর্মগুরুদের জন্য জ্ঞানচর্চা কেন্দ্র গড়ে তোলাসহ বিভিন্ন দাবি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। ধর্ম ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমর্থনের জন্যও বিশেষ ধন্যবাদ জানানো হয়।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়