মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী ভোট নিয়ে মতবিনিময় সভা

probashi-vot-postal-bangladesh
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেননির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বুধবার (১ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এবং বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা সব সময়ই চ্যালেঞ্জিং। এ বিষয়ে আমরা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি এবং অন্যান্য দেশের অভিজ্ঞতাও বিবেচনা করছি। অনলাইন ভোটিং এখনো নিরাপদ ও গ্রহণযোগ্য নয়, তাই পোস্টাল ব্যালটকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নভেম্বর মাসের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু হবে। এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং ব্যালট সংগ্রহ থেকে ফেরত পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়া ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

মতবিনিময় সভায় ফ্রান্স বিএনপি, এফবিজেএ, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখা, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এবং ফ্রান্স যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়