বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ইতিহাসের প্রতিটি বাঁকে ঐতিহাসিক ভুল করেছে জামায়াতে ইসলামী।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ১৯৮৬ সালে শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে স্বৈরাচারকে বৈধতা দিতে নির্বাচনে অংশ নেন, তখন তার সঙ্গে জামায়াতও অংশ নেয়। আবার ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করে বিএনপিকে বাধ্য করেছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে।
তিনি আরও বলেন, জামায়াতের নেতৃত্বের নির্দেশ গ্রামের পর্যায়ের কর্মীরাও কঠোরভাবে মানেন। অভ্যুত্থানের পর দলের শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানালে, সেই নির্দেশে সাড়া দিয়ে নেতাকর্মীরা কাজ চালিয়ে গেছেন। এজন্য অনেক সময় তাদের সমাবেশে বক্তব্যের শেষে মুখ ফসকে ‘জয় বাংলা’ উচ্চারণও শোনা যায়।
ছাত্ররাজনীতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর ছাত্রদল ক্যাম্পাসে থাকতে না পারলেও শিবির নেতাকর্মীরা ছাত্রলীগের সঙ্গে মিশে সক্রিয়ভাবে রাজনীতি করেছে। তারা হলে হলে অবস্থান নিয়েছে এবং ডাকসু-জাকসু নির্বাচনে এর সুফলও পেয়েছে।