মঙ্গলবার- ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাশকতার অভিযোগে সাবেক সচিব শহীদ খানক গ্রেপ্তার

sabek-sochib-sohid-khan-grepter
ছবি সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাহবাগ থানার মামলায় সাবেক সচিব শহীদ খানকে গ্রেপ্তার করেছে। তাঁর সঙ্গে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

ডিবি জানায়, শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেন। তবে গ্রেপ্তারের সঠিক সময় ও এলাকা এখনও জানা যায়নি। ডিএমপি জানিয়েছে, ঝটিকা মিছিল করে নাশকতা চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে।

রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় সোমবার এ তথ্য জানানো হয়। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নেওয়ায় আলোচনায় আসেন শহীদ খান।

সাবেক সচিব শহীদ খানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়