সারজিস আলম পঞ্চগড়ে পূজামণ্ডপ পরিদর্শনের সময় বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের রাজনীতির পুনরাবৃত্তি রোধই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না।” বুধবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মালিগাঁও তেঁতুলতলা দুর্গামন্দিরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, অভ্যুত্থান ও রাজপথে লড়াইয়ের স্মরণে জনগণ ভুলবে না। যেসব মা তাদের ছেলের লাশ ছুঁয়ে দেখেছেন, তারা কখনো এ ঘটনা ভুলবেন না। তাই যারা অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী, তারা হয়তো ভুলতে পারেন, কিন্তু আন্দোলনকারীরা ভুলতে দেবেন না।
তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের ত্যাগ ভুলে যদি কোনো মন্তব্য করা হয়, জনগণ ছাড় দিতে পারে, কিন্তু কখনো ছেড়ে দেবে না। এছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় সচল হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন।