বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

sharadiya-durgapuja-nirapotta-2025
ছবি সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এবারের পূজা আগের যেকোনো সময়ের তুলনায় আরও উৎসবমুখর ও সম্প্রীতিময় পরিবেশে অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা জানান, সারাদেশের ৩৩ হাজার পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসারের পাশাপাশি সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। শুধু নারায়ণগঞ্জ নয়, সব জেলায়ই পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সবসময়ই অটুট ছিল, এবারের পূজায় তা আরও দৃঢ় হবে। পরে তিনি আমলাপাড়া পূজামণ্ডপও পরিদর্শন করেন এবং সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়