সিলেট নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে অভিযান শুরু করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলা অভিযানে হকারদের আগামী ১৫ দিনের মধ্যে ফুটপাত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের তথ্যানুযায়ী, গত বছরের ৫ আগস্টের পর থেকে হকাররা নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন, যা সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছিল। এ পরিস্থিতিতে শনিবার নগরের কিনব্রিজ, দক্ষিণ সুরমা, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় সরেজমিন অভিযান চালানো হয়। বিশেষভাবে কিনব্রিজ ও দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনে থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো.সারওয়ার আলম এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তারা জানান, হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘীরপাড় এলাকায় নির্ধারিত স্থানটি সংস্কার করা হচ্ছে এবং শিগগিরই ব্যবসার জন্য উপযোগী করা হবে। সময়সীমা শেষ হলে আর কোনো হকারকে সড়ক বা ফুটপাতে বসতে দেওয়া হবে না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানান, পুনর্বাসন কেন্দ্রের সংস্কার শেষ হওয়ার পর হকারদের সেখানে স্থানান্তর করা হবে। জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, শহরটা আমাদের সবার। হকার সমস্যা সিলেটের অন্যতম প্রধান সমস্যা। দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এবং খুব শিগগিরই শহর হকারমুক্ত হবে।